বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

সংবিধান অনুযায়ী নির্বাচনের দাবি ৫৮ দলীয় জোটের

নিজস্ব প্রতিবেদক

গণতান্ত্রিক শাসনব্যবস্থা ও চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সংবিধান অনুযায়ী আগামী সংসদ নির্বাচনের দাবি জানিয়েছেন ৫৮ দলীয় জোটের মহাসচিব ডা. খন্দকার ইমদাদুল হক সেলিম। তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তিসহ দেশবাসী জ্বালাও-পোড়াও, নৈরাজ্য চায় না। দেশে কীভাবে নির্বাচন হবে, আগামীতে কারা ক্ষমতায় আসবে তা নির্ধারণ করবে এ দেশের জনগণ। দেশের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশিদের হস্তক্ষেপ কাম্য নয়। গতকাল পল্টনে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সভায় তিনি এ কথা বলেন।

ইমদাদুল হক সেলিম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন তিনি আগামীতে অবাধ, সুষ্ঠু নির্বাচন চান। ৫৮ দলীয় জোটও আগামীতে অবাধ, সুষ্ঠু নির্বাচন চায়। এ ক্ষেত্রে নির্বাচন কমিশনকে আরও শক্তিশালী করতে হবে। তিনি জানান, আগামী সংসদ নির্বাচনে এই জোট ২ শতাধিক আসনে ভোট করবে। এ সময় তৃণমূল পার্টির চেয়ারম্যান রফিকুল ইসলাম রানা, বাংলাদেশ কোরআনিক পার্টির চেয়ারম্যান শাহ ওয়ালি উল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর