শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

লাকসামে দোয়া মাহফিলে সশস্ত্র হামলা, আহত ৮ বাড়ি ভাঙচুর

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার লাকসামে বৃহস্পতিবার একটি দোয়া মাহফিলে সশস্ত্র হামলায় আটজন আহত হয়েছেন। এ সময় রামদার কোপে গুরুতর জখম হন মনির নামে এক হকার। তার অবস্থা আশঙ্কাজনক। লাকসাম পৌরসভার গাজীমুড়া আলিয়া মাদরাসা মাঠে দোয়া অনুষ্ঠানের আয়োজক ছিলেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী আবদুল মান্নান। এ হামলার পরপরই কিছু লোক মান্নানের বাড়িতে ভাঙচুর চালায়। হামলার ভিডিও ফুটেজ ফেসবুকে ছড়িয়ে পড়েছে। আবদুল মান্নান গতকাল জানান, আহত মনিরের একটি হাত কেটে ফেলতে হবে। প্রত্যক্ষদর্শী, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাদরাসা মাঠে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সকালে মিলাদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে বিকালে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বিকালে স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক দাবিদার জাহাঙ্গীর আলম, লাকসাম উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শিহাব খান এবং পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফ খানের নেতৃত্বে শতাধিক লোক মাদরাসার ফটকে তালা দেন।

আবদুল মান্নান তালা ভেঙে ভিতরে প্রবেশ করেন। এ নিয়ে তাদের সঙ্গে মান্নানের বাগ্?বিতণ্ডা হয়। এরই জেরে বিকাল সাড়ে ৩টায় হামলা হয়েছে।

এ বিষয়ে আবদুল মান্নান বলেন, ‘তিনি সংসদ নির্বাচনে কুমিল্লা-৯ (লাকসাম ও মনোহরগঞ্জ) আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী। বৃহস্পতিবার স্থানীয় সরকার মন্ত্রীর অনুসারী জাহাঙ্গীর, শিহাব ও স্বাধীনের নেতৃত্বে শতাধিক লোক হামলা চালান। তাদের সঙ্গে খালি গায়ে ও মুখোশ পরা লোকজনের হাতে ছিল রামদা, চায়নিজ কুড়াল।’

লাকসাম উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মো. ইউনুস ভূঁইয়া বলেন, ‘স্বেচ্ছাসেবক লীগের জাহাঙ্গীরকে প্রথমে মান্নান মারধর করেন। এরপর সেখানে ঝামেলা হয়েছে বলে শুনেছি। খবর নিয়ে বিস্তারিত বলতে পারব।’

লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মাহফুজ বলেন, ‘ওই ঘটনায় থানায় কেউ কোনো অভিযোগ করেননি।’

সর্বশেষ খবর