রবিবার, ১ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

সরকার লাইফ সাপোর্টে যে কোনো সময় বাজবে বিদায়ী সাইরেন

আবদুল্লাহ আল নোমান

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমান বলেছেন, শেখ হাসিনার সরকার এখন লাইফ সাপোর্টে, যে কোনো সময় বিদায়ী সাইরেন বেজে উঠবে। বিএনপি এখন বিজয়ের মুখোমুখি, আর আওয়ামী লীগ পরাজয়ের দ্বারপ্রান্তে। কোনো ষড়যন্ত্র ও চক্রান্ত করে ক্ষমতা প্রলম্বিত করার সুযোগ আওয়ামী লীগ পাবে না। গতকাল চট্টগ্রাম নগরীর পাহাড়তলি সাগরিকা মাঠে থানা বিএনপির উদ্যোগে রোডমার্চ কর্মসূচির সমর্থনে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে বিএনপি কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে কঠোর কর্মসূচি ঘেষণা করা হলে সেই কর্মসূচি চট্টগ্রামে সফলভাবে পালনের মাধ্যমে দেশনেত্রীকে আমরা মুক্ত করব ইনশাল্লাহ। হাজী বাবুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জসীম উদ্দীন জিয়ার সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী মীর মোহাম্মদ নাছির উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির শ্রমবিষয়ক সম্পাদক এ এম নাজিম উদ্দিন, মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর, বিএনপির কেন্দ্রীয় সদস্য মীর হেলাল উদ্দীন।

সর্বশেষ খবর