রবিবার, ১ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

সাংবাদিক তোয়াব খানের প্রথম মৃত্যুবার্ষিকী আজ

নিজস্ব প্রতিবেদক

সাংবাদিক তোয়াব খানের প্রথম মৃত্যুবার্ষিকী আজ

বঙ্গবন্ধুর প্রেস সচিব, একুশে পদকপ্রাপ্ত বরেণ্য সাংবাদিক তোয়াব খানের প্রথম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে শুক্রবার বাদ আসর তার রাজধানীর গুলশানের বাসভবনে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। পরিবারের পক্ষ থেকে মরহুমের আত্মার মাগফিরাত ও দোয়া কামনা করা হয়েছে। ১৯৫৩ সালে সাপ্তাহিক জনতার মাধ্যমে সাংবাদিকতায় যুক্ত হওয়া তোয়াব খান মৃত্যুর আগ পর্যন্ত প্রায় সাত দশক দেশের সাংবাদিকতায় অনন্য অবদান রেখেছেন। স্বাধীনতার পর দৈনিক বাংলার প্রথম সম্পাদক ছিলেন তোয়াব খান। ১৯৭৩ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রেস সেক্রেটারি ছিলেন তিনি। পরে রাষ্ট্রপতি এইচ এম এরশাদ এবং প্রথম অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সাহাবুদ্দীন আহমদের প্রেস সচিবের দায়িত্ব পালন করেন তিনি।

এ ছাড়া প্রধান তথ্য কর্মকর্তা ও প্রেস ইনস্টিটিউটের মহাপরিচালকের দায়িত্বও পালন করেছেন তিনি। মুক্তিযুদ্ধকালে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে প্রচারিত তোয়াব খানের ‘পিণ্ডির প্রলাপ’ অনুষ্ঠান ছিল মুক্তিকামী মানুষের প্রেরণা।

সর্বশেষ খবর