রবিবার, ১ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

বিদেশ থেকে স্যালাইন আমদানি হচ্ছে : স্বাস্থ্যমন্ত্রী

মানিকগঞ্জ প্রতিনিধি

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ঢাকায় ডেঙ্গু রোগীর সংখ্যা কমছে কিন্তু ঢাকার বাইরে বাড়ছে। এর মধ্যে ডেঙ্গুতে আটজনের মৃত্যু হয়েছে। সংক্রমণ ২ হাজার আর ৯ হাজার লোক চিকিৎসা নিচ্ছেন। গতকাল দুপুরে মানিকগঞ্জের গড়পাড়ার বাসভবনে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এ সময় মানিকগঞ্জ প্রেস ক্লাব সভাপতি গোলাম ছারোয়ার ছানু, সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তীসহ কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

দেশে স্যালাইনের কোনো ঘাটতি নেই উল্লেখ করে মন্ত্রী বলেন, বিদেশ থেকে ৭ লাখ ব্যাগ স্যালাইন আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। যার মধ্যে ৩ লাখ ব্যাগ চলে এসেছে। বাকিগুলোও চলে আসবে। প্রতিদিন ৪০ থেকে ৫০ হাজার ব্যাগ স্যালাইন রিলিজ করা হচ্ছে। তিনি বলেন, দেশের প্রাইভেট কোম্পানিগুলো স্যালাইন উৎপাদন বাড়াচ্ছে। এখন মাসে তারা ৫৩ লাখ ব্যাগ স্যালাইন উৎপাদন করতে পারে। ডেঙ্গু রোগীদের জন্য প্রয়োজন ২০ লাখ ব্যাগ।

প্রতি ডেঙ্গু রোগীর চিকিৎসায় সব মিলিয়ে সরকারের প্রায় ৫০ হাজার টাকা করে খরচ হচ্ছে। সরকার বিনামূল্যে এ রোগের চিকিৎসাসেবা দিচ্ছে।

সর্বশেষ খবর