রবিবার, ১ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

ইসলামী ছাত্র মজলিসে নতুন নেতৃত্ব

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের ২০২৩-২৪ সেশনের জন্য মুহাম্মদ খালেদ সাইফুল্লাহ কেন্দ্রীয় সভাপতি হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন। এ ছাড়া সেক্রেটারি জেনারেল হিসেবে মুহাম্মদ আশিকুর রহমান জাকারিয়া মনোনীত হন। গতকাল রাজধানীর পল্টনের দারুল খিলাফাহ মিলনায়তনে সদস্য সম্মেলনে নতুন নেতৃত্ব নির্বাচিত করা হয়। সম্মেলনে মুহাম্মদ খালেদ সাইফুল্লাহর সভাপতিত্বে ও মুহাম্মদ রশীদ মুশতাকের পরিচালনায় শপথবাক্য পাঠ করান খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধান নির্বাচন কমিশনার মাওলানা জালালুদ্দীন আহমদ। বক্তব্য রাখেন মাওলানা কোরবান আলী কাসেমী, মাওলানা তোফাজ্জল হোসাইন মিয়াজী, মাওলানা আবু সাঈদ নোমান, মাওলানা এনামুল হক মুসা, মাওলানা আজিজুর রহমান হেলাল, মাওলানা হারুনুর রশীদ ভূঁইয়া, মুহাম্মদ রশীদ মুশতাক, মাওলানা শরীফুজ্জামান জসিম প্রমুখ।

 

 

সর্বশেষ খবর