সোমবার, ২ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

সিলিং খসে পড়ে বিএম কলেজের দুই ঘুমন্ত ছাত্র আহত

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

ছাদের সিলিংয়ের বিশাল অংশ খসে পড়ে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বেঁচে গেছেন বরিশাল বিএম কলেজের বিভিন্ন বিভাগের চার আবাসিক ছাত্র। শনিবার দিবাগত রাত ৩টা ২০ মিনিটের দিকে বিএম কলেজ ক্যাম্পাসের মহাত্মা অশ্বিনী কুমার ছাত্রাবাসের (ডিগ্রি হল) ‘এ’ ব্লকের ২০৮ নম্বর কক্ষে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় মৃত্যুর হাত থেকে বেঁচে যাওয়া চার শিক্ষার্থী হলেন গণিত তৃতীয় বিভাগের রেজাউল করিম, বাংলা বিভাগের মো. ইমন, মৃত্তিকা বিজ্ঞান বিভাগের মো. মমিনুল ও অর্থনীতি বিভাগের মাছুম বিল্লাহ। রেজাউল করিম বলেন, শনিবার দিবাগত রাতে কক্ষে ঘুমিয়ে ছিলেন চার ছাত্র। রাত ৩টা ২০ মিনিটের দিকে বিকট শব্দে ছাদের সিলিংয়ের বিশাল অংশ খসে পড়ে। এতে তিনি (রেজাউল করিম) ও মমিনুল আহত হন। মশারি সাঁটানো থাকায় প্রাণে বেঁচে যান তারা। ওই কক্ষে বসবাসের কোনো অবস্থা নেই বলে তিনি জানান। এদিকে একটি কক্ষের সিলিং ভেঙে পড়ায় ওই ছাত্রাবাসের অন্যান্য কক্ষের আবাসিক শিক্ষার্থীদের মধ্যেও আতঙ্ক দেখা দিয়েছে। খবর পেয়ে গতকাল সকালে কলেজ অধ্যক্ষ অধ্যাপক ড. মো. গোলাম কিবরিয়া এবং হল সুপার বাংলা বিভাগের এম এম আসাদুজ্জামান ওই ছাত্রাবাস পরিদর্শন করেন। অধ্যক্ষ কক্ষটি অবিকল রাখতে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ওই কক্ষে কাউকে বসবাস না করতে নির্দেশ দেন বলে জানান রেজাউল করিম।

এ বিষয়ে জানতে চাইলে মহাত্মা অশ্বিনী কুমার ছাত্রাবাসের হল সুপার এম এম আসাদুজ্জামান বলেন, ছাত্ররা ঘুমন্ত ছিল। রাত ৩টার দিকে ছাদের অনেকখানি জায়গা নিয়ে সিলিং খসে পড়ে। মারাত্মক কোনো দুর্ঘটনা হয়নি। শিক্ষা প্রকৌশল বিভাগে খবর দেওয়া হয়েছে।

সর্বশেষ খবর