সোমবার, ২ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

মামলার নথি গায়েবের মামলা তদন্তে সিআইডি

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহী আদালতের রাষ্ট্রপক্ষের তিন সহকারী কৌঁসুলির (এপিপি) বাড়ি থেকে চুরি হয়ে যাওয়া ৬০১ মামলার নথি উদ্ধার করতে পারেনি পুলিশ। দেড় বছর পর মামলাটি তদন্তের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কাছে পাঠিয়েছে। দায়িত্ব পাওয়ার পর সিআইডি নতুন করে মামলাটির তদন্ত শুরু করেছে। গত বছরের ২৪ মার্চ রাতে রাজশাহীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৪-এর এপিপি জালাল উদ্দীন, বজলুর রহমান, সোহেলা আক্তার ও হোসেন আলীর বাড়ি থেকে মামলার নথিগুলো চুরি হয়। এ ঘটনায় ওই বছরের ২৬ মার্চ মোহরার হোসেন আলী নগরীর কাশিয়াডাঙ্গা থানায় একটি মামলা করেন।

এরপর প্রায় দেড় বছর ধরে পুলিশ তদন্ত করলেও মামলার কূলকিনারা করতে পারেনি। পরে পুলিশই মামলাটি সিআইডিকে দিয়েছে।

রাজশাহী নগর পুলিশের (আরএমপি) কাশিয়াডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, ‘মামলাটি তদন্ত করছিলেন থানার উপ-পরিদর্শক জীবন চন্দ্র বর্মণ। দীর্ঘ সময়েও এ ঘটনার রহস্য জানা যায়নি। নথিও উদ্ধার হয়নি। এ কারণে মামলাটি পুলিশ সদর দফতরের নির্দেশনায় সিআইডিতে পাঠানো হয়েছে। সিআইডির তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক কাজী মোস্তাসিন গত ২০ সেপ্টেম্বর মামলার নথিপত্র বুঝে নিয়েছেন।’

রাজশাহী সিআইডির পুলিশ সুপার আবদুল জলিল বলেন, ‘পুলিশ সদর দফতর মামলাটি আমাদের তদন্ত করতে দিয়েছে। ইতোমধ্যে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। এর মধ্যে আমাদের তদন্ত কর্মকর্তা অসুস্থ হয়ে ছুটিতে আছেন। তিনি আসার পর দ্রুত তদন্ত কাজ এগিয়ে নেওয়া হবে।’

সর্বশেষ খবর