সোমবার, ২ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

শিশুর অধিকার সুরক্ষা ও উন্নয়নে সপ্তাহজুড়ে নানা কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক

দেশে প্রতি বছর অক্টোবরের প্রথম সোমবার বিশ্ব শিশু দিবস পালন করা হয়ে থাকে। আজ সারা দেশে নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালিত হবে। একই সঙ্গে শিশুর অধিকার, সুরক্ষা এবং শিশুর উন্নয়ন ও বিকাশে সংশ্লিষ্ট সবাইকে অধিকতর উদ্যোগী ও সচেতন করতে ২ থেকে ৮ অক্টোবর পালন করা হবে শিশু অধিকার সপ্তাহ। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, প্রতি বছরের মতো এ বছরও দেশব্যাপী যথাযথ মর্যাদায় ‘বিশ্ব শিশু দিবস’ ও ‘শিশু অধিকার সপ্তাহ’ উদযাপনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘শিশুর জন্য বিনিয়োগ করি, ভবিষ্যতের বিশ্ব গড়ি’।

 বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী পৃথক পৃথক বাণী দিয়েছেন।

সর্বশেষ খবর