সোমবার, ২ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

ঢাবি নাট্যোৎসবের পর্দা উঠছে আজ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে শুরু হতে যাচ্ছে ১৭তম কেন্দ্রীয় বার্ষিক নাট্যোৎসব। আজ উদ্বোধনের পর থেকে ১০ অক্টোবর পর্যন্ত চলবে এ আয়োজন। উৎসবে বিভাগের স্নাতক সমাপনী সেমিস্টারের শিক্ষার্থীদের নির্দেশনায় মোট ১৫টি বাংলা নাটক মঞ্চস্থ হবে। গতকাল বিকালে ঢাবি সাংবাদিক সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান বিভাগের চেয়ারপারসন কাজী তামান্না হক সিগমা।

নাট্যোৎসবে প্রখ্যাত নাট্যকার, অভিনেতা, নির্দেশক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মামুনুর রশীদকে বিশেষ সম্মাননা দেওয়া হবে।

সর্বশেষ খবর