সোমবার, ২ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

ঢাবি শিক্ষককে পদাবনতি ইউট্যাবের নিন্দা

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ মেজবাহ-উল-ইসলামকে পদাবনতি দেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। গতকাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব) সভাপতি অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম ও মহাসচিব অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান এক বিবৃতিতে এ নিন্দা জানান। ‘জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাস করায়’ অধ্যাপক মেজবাহ-উল-ইসলাম ‘রাজনৈতিক প্রতিহিংসার শিকার’ হয়েছেন বলেও বিবৃতিতে মন্তব্য করা হয়েছে। বিবৃতিতে তারা বলেন, তথাকথিত অসদাচরণ ও শৃঙ্খলা পরিপন্থী অভিযোগে গত ২৭ সেপ্টেম্বর অধ্যাপক ড. মুহাম্মদ মেজবাহ-উল-ইসলামকে পদাবনতি দিয়ে অধ্যাপক থেকে সহযোগী অধ্যাপক করা হয়েছে। এটা অত্যন্ত ন্যক্কারজনক ঘটনা।

সর্বশেষ খবর