বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

তলে তলের ঘটনায় মীমাংসা হবে না : দুদু

নিজস্ব প্রতিবেদক

তলে তলের ঘটনায় মীমাংসা হবে না : দুদু

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ‘তলে তলে’র কোনো ঘটনা দেশের রাজনৈতিক সংকট মীমাংসা করবে না। ‘গণতন্ত্র রক্ষায় সুশাসনের লক্ষ্যে নিরপেক্ষ নির্বাচনের বিকল্প নেই’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। প্রগতিশীল জাতীয়তাবাদী দল-পিএনপির ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে এ আলোচনা সভার আয়োজন করা হয়। সরকার নির্বাচনের তোড়জোড় করছে উল্লেখ করে শামসুজ্জামান দুদু বলেন, সরকারি দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বললেন, তলে তলে সব ঠিক হয়ে গেছে। আড়ালে আবডালে যা হয়, তা ষড়যন্ত্র। কিছুদিন আগে প্রধানমন্ত্রী বলেছেন, এমন কিছু আমরা ভারতকে দিয়েছি, ভারত কখনোই তা ভুলতে পারবে না। কী দিয়েছেন তিনি বলেননি। যেহেতু বলেননি, তাহলে সেটি তলে তলের বিষয়। সেজন্য আমি বলি, তলে তলের কোনো ঘটনা বাংলাদেশের মুক্তির কারণ হবে না। তলে তলের ঘটনা সংকট কাটাবে না। তলে তলের ঘটনা রাজনৈতিক সংকট মীমাংসা করবে না।

দুুদু বলেন, তলে তলে না খেলে, যিনি বাংলাদেশের অহংকার, যিনি তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন, যিনি নির্বাচনে কখনো পরাজিত হননি, তাঁকে সামান্য চিকিৎসার সুবিধা দিন। তাঁর পছন্দের জায়গায় চিকিৎসা নেওয়ার সুযোগ দিন। হাজি সেলিম, মায়া থেকে নিশ্চয়ই তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বড়, অনেক উঁচুদরের মানুষ। তাঁরা (হাজি সেলিম, মায়া) যদি বিদেশে চিকিৎসা পেতে পারেন, জামিন পেতে পারেন তাহলে বেগম জিয়া কেন পাবেন না?

সর্বশেষ খবর