বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

গ্রামীণ টেলিকমের তিন কর্মকর্তাকে দুদকে জিজ্ঞাসাবাদ

নিজস্ব প্রতিবেদক

অর্থ আত্মসাৎ মামলায় গ্রামীণ টেলিকমের তিন কর্মকর্তা নাজনীন সুলতানা, নূরজাহান বেগম ও হাজ্জাতুল ইসলাম লতিফীকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত দুদকের প্রধান কার্যালয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। সংস্থাটির উপ-পরিচালক গুলশান আনোয়ার প্রধানের নেতৃত্বে একটি টিম তাদের জিজ্ঞাসাবাদ করেছে। এদিন চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হলেও হাজির হন তিনজন। জিজ্ঞাসাবাদ শেষে গতকাল প্রধান কার্যালয়ের সামনে দুদক সচিব মো. মাহবুব হোসেন বলেন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের উপ-মহাপরিদর্শক গ্রামীণ টেলিকম কোম্পানির পরিচালনা পর্ষদের বিরুদ্ধে অভিযোগ সংবলিত একটি প্রতিবেদন দুদকে পাঠানো হয়। ওই প্রতিবেদনের সূত্র ধরেই গত বছর অনুসন্ধান শুরু করা হয়।

এই অনুসন্ধানের পরই তাদের বিরুদ্ধে মামলা হয়। আর দুদক কোনো ব্যক্তিকে টার্গেট করে কাজ করে না। আইন মেনে কাজ করে। গ্রামীণ টেলিকমের চার পরিচালককে মামলার তদন্তের স্বার্থেই ডাকা হয়েছে। তদন্তের স্বার্থে ড. ইউনূসকেও ডাকা হয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি সাংবাদিকদের বলেন, আইন অনুযায়ী কাউকে এখানে হয়রানি করার সুযোগ নেই। এর আগে ২৭ সেপ্টেম্বর গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ড. মুহাম্মদ ইউনূসসহ ১৩ জন আসামিকে তলব করে দুদক। আজ বৃহস্পতিবার ড. মুহাম্মদ ইউনূসকে জিজ্ঞাসাবাদ করার কথা রয়েছে। গত ৩০ মে গ্রামীণ টেলিকমের শ্রমিক-কর্মচারীদের কল্যাণ তহবিলের ২৫ কোটি ২২ লাখ ৬ হাজার ৭৮০ টাকা আত্মসাতের অভিযোগে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা করে দুদক। আসামিরা হলেন- গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ড. মুহাম্মদ ইউনূস, ব্যবস্থাপনা পরিচালক মো. নাজমুল ইসলাম, পরিচালক ও সাবেক ব্যবস্থাপনা পরিচালক মো. আশরাফুল হাসান, পরিচালক পারভীন মাহমুদ, নাজনীন সুলতানা, মো. শাহজাহান, নূরজাহান বেগম ও পরিচালক এস এম হাজ্জাতুল ইসলাম লতিফী। এ ছাড়া অ্যাডভোকেট মো. ইউসুফ আলী, অ্যাডভোকেট জাফরুল হাসান শরীফ, গ্রামীণ টেলিকম শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. কামরুজ্জামান, সাধারণ সম্পাদক ফিরোজ মাহমুদ হাসান ও প্রতিনিধি মো. মাইনুল ইসলামকে আসামি করা হয়েছে।

 

সর্বশেষ খবর