শিরোনাম
সোমবার, ৯ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

গাড়ির ধাক্কায় শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

রাজধানীতে পৃথক ঘটনায় শিশুসহ দুজনের মৃত্যু হয়েছে। মোহাম্মদপুরে  ট্রাকের ধাক্কায় সোহান নামে আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয় এবং রমনার একটি আবাসিক হোটেল থেকে মো. নাসিম হোসেন (১৮) নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) সুজিত কুমার সাহা বলেন, গতকাল সকালে একটি ট্রাক মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকায় সামনে থেকে পেছনের দিকে যাওয়ার সময় শিশু সোহানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সে প্রাণ হারায়। ওই সময় বাসার অদূরে খেলা করছিল শিশুটি। শিশুটির বাবার নাম মো. আলামিন। তিনি পরিবার নিয়ে ঢাকা উদ্যান এলাকায় থাকেন। এ ঘটনায় গাড়িটি জব্দ এবং চালককে আটক করা হয়েছে।

এদিকে, রমনা থানার এসআই নজরুল ইসলাম বলেন, শনিবার রাতে মগবাজারের হোটেল রয়েল ইন্টারন্যাশনালের একটি কক্ষ থেকে শিক্ষার্থী নাসিমের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। যশোরের ঝিকরগাছার গঙ্গানন্দপুর গ্রামের মালয়েশিয়া প্রবাসী মো. ওলিয়ার রহমান ও ফাতেমা বেগমের ছেলে নাসিম। দুই ভাইয়ের মধ্যে সে ছোট। ঝিকরগাছার গঙ্গানন্দপুর ডিগ্রি কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী ছিল নাসিম। সে শনিবারই ওই হোটেলে উঠেছিল। ধারণা করা হচ্ছে, সে আত্মহত্যা করেছে। এ ছাড়া অন্য কোনো কারণ আছে কি না তা ময়নাতদন্তের রিপোর্টে স্পষ্ট হবে। নাসিমের চাচা আনোয়ার হোসেন বলেন, নাসিমের মাথায় সমস্যা ছিল। তার ব্রেনের কিছু রগ শুকিয়ে যাচ্ছিল। তাকে ডাক্তার দেখানো হচ্ছিল। ১৭ অক্টোবর তার ভারতে যাওয়ার কথা রয়েছে।

সর্বশেষ খবর