বুধবার, ১১ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

ফটো সাংবাদিক লুৎফর রহমানের মৃত্যুবার্ষিকী

নিজস্ব প্রতিবেদক

ফটো সাংবাদিক লুৎফর রহমানের মৃত্যুবার্ষিকী

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিশ্বাসযোগ্য ফটোগ্রাফার লুৎফর রহমানের ১৬তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে মরহুমের আত্মার শান্তি কামনায় তার নিজ বাসভবনে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে মরহুমের সহকর্মী, শুভাকাক্সক্ষী ও নিকটাত্মীয় ছাড়াও সমাজের বিশিষ্টজনরা উপস্থিত থাকবেন। দীর্ঘ ৪৫ বছরের কর্ম জীবনে লুৎফর রহমান ১৯৫৪ সালে যুক্তফ্রন্ট্রের নির্বাচনী প্রচারণা, সত্তুরের নির্বাচন এবং ১৯৭১ সালের ৭ মার্চের ভাষণসহ বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসের অংসখ্য দুর্লভ ছবি তুলেছেন। স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের রাজনীতি ও রাষ্ট্রীয় প্রশাসনের গুরুত্বপূর্ণ আনুষ্ঠানিকতা ও ঘরোয়া মুহূর্তের বহুমূল্যবান ছবি তার ক্যামেরায় ধারণ করেছেন। যা আজকালের সাক্ষী; ইতিহাসের দৃশ্যপট হিসেবে প্রজন্ম প্রজন্মান্তরে ছড়িয়ে পড়েছে। ১৯৭২ সালে বাংলাদেশ সরকার প্রবর্তিত ৫ ও ১০ টাকার নোটে ব্যবহৃত বঙ্গবন্ধুর ছবিটিও তারই তোলা। এ জন্য তিনি পুরস্কৃত হয়েছেন।

সর্বশেষ খবর