রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

ডিপিএস এসটিএস স্কুলে তৃতীয়বারের মতো হলো টেডএক্স

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর উত্তরায় গতকাল তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হয়েছে টেডএক্স ডিপিএস এসটিএস স্কুল ২০২৩। আয়োজনটির প্রতিপাদ্য ছিল ‘আনকভারিং আনসারটেইনিটিজ’।

অনুষ্ঠানের উদ্বোধন করেন ডিপিএস এসটিএস স্কুলের অধ্যক্ষ ড. শিবানন্দ সি এস। তিনি বলেন, মানুষের অভিজ্ঞতা প্রকাশ করতে ও অনুপ্রেরণা প্রদানের মাধ্যমে তরুণদের উজ্জীবিত করার সুযোগ প্রদান করবে টেডএক্স।

অনুষ্ঠান পরিচালনা করেন এসটিএস গ্রুপের হেড অব সাপ্লিমেন্টাল এডুকেশন শালিনী আগারওয়াল্লা এবং টেডএক্স ডিপিএস এসটিএস স্কুল ২০২৩-এর স্টুডেন্ট লাইসেন্স হোল্ডার আনিশা ইবনাথ নিধি। ঢাকায় অবস্থিত ভারতীয় হাই কমিশনের মিনিস্টার (কনস্যুলার অ্যান্ড এডুকেশন) রাজেশ কুমার অগ্নিহোত্রি অনুষ্ঠানে বলেন, আমাদের আইডিয়ার সন্ধান করে যেতে হবে। আমাদের নজরে রাখতে হবে কোন বিষয়ে আমাদের গুরুত্ব দিতে হবে এবং কোন বিষয় আমাদের এড়িয়ে চলতে হবে।

সর্বশেষ খবর