রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

গঙ্গা-যমুনায় তিন নাটক মঞ্চায়ন

সাংস্কৃতিক প্রতিবেদক

গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উৎসবের নবম দিনে গতকাল একাডেমির মিলনায়তনে দুটি ও বেইলি রোডে একটি নাটক মঞ্চায়ন হয়। এর মধ্যে একাডেমির জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে শব্দ নাট্যচর্চা কেন্দ্র প্রযোজিত নাটক ‘পীরচানের পালা’, স্টুডিও থিয়েটার হলে ভারতের অনিক নাট্যদল প্রযোজিত নাটক ‘ভালোবাসা’ ও  বেইলি রোডের মহিলা সমিতি মিলনায়তনে মঞ্চায়ন হয় সময় নাট্যদলের নাটক ‘ভাগের মানুষ’। উৎসবের নিয়মিত অনুষ্ঠানমালার অংশ হিসেবে এর আগে বিকাল সাড়ে ৪টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত উন্মুক্ত মঞ্চের সাংস্কৃতিক পর্বে অংশ নেয় শিশু সংগঠন দনিয়া সবুজ কুঁড়ি কচিকাঁচার মেলা, সুরসাগর ললিতকলা একাডেমি, রংধনু শিল্পীগোষ্ঠী, ক্রান্তি শিল্পীগোষ্ঠী, ত্রিলোক বাচিক পাঠশালা, শ্রুতিঘর, নাচের দল নৃত্যাক্ষ ও নাটকের দল মানস নাট্যাঙ্গন।

  বিকালের মনোজ্ঞ সাংস্কৃতিক পর্বের শিল্পীরা পরিবেশন করে দলীয় সংগীত, দলীয় নৃত্য, আবৃত্তি ও পথনাটক। ১৭ অক্টোবর শেষ হবে ১২ দিনের এই সাংস্কৃতিক উৎসব।

সর্বশেষ খবর