রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

জনগণ অনাগত দিনের পরিস্থিতি নিয়ে শঙ্কিত : জমিয়ত

নিজস্ব প্রতিবেদক

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী বলেছেন, নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকারের কোনো বিকল্প নেই। এ বাস্তবতা অনুভব করেই একটি নির্বাচনমুখী রাজনৈতিক দল হিসেবে জমিয়ত নির্দলীয়-নিরপেক্ষ সরকারের দাবি করে আসছে। গতকাল পল্টনে সংগঠনের কার্যালয়ে আয়োজিত সভায় এ কথা বলেন তিনি। মাওলানা আফেন্দী আরও বলেন, আগামী জাতীয় নির্বাচন সন্নিকটে চলে এলেও জনমনে এ নিয়ে আকর্ষণ নেই। উল্টো অনাগত দিনে পরিস্থিতি কেমন হবে তা নিয়ে শঙ্কিত ও উদ্বিগ্ন। তিনি বলেন, পরপর গত দুটি জাতীয় নির্বাচন বিতর্কিত হওয়ায় এবং নির্বাচনব্যবস্থা ভেঙে পড়ায় বর্তমান আজ্ঞাবহ নির্বাচন কমিশনের প্রতি জনগণের কোনো আস্থা নেই।

তিনি বলেন, দেশি-বিদেশি নানা চাপে সরকার সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের প্রতিশ্রুতি দিলেও তাতে তারা কোনোরূপ আস্থা রাখতে পারছে না। ফলে নিরপেক্ষ নির্দলীয় সরকার ছাড়া একতরফা নির্বাচন হলে তাতে অধিকাংশ মানুষের আগ্রহ নেই এবং দলীয় সরকারের অধীনে নিরপেক্ষ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভবও নয়।

সর্বশেষ খবর