রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

নতুন জঙ্গি সংগঠন তাওহীদুল উলূহিয়্যাহর সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

নতুন জঙ্গি সংগঠন তাওহীদুল উলূহিয়্যাহ (আল-জিহাদী)-এর সক্রিয় এক সদস্যকে গ্রেফতার করেছে এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)। গত বৃহস্পতিবার রাজধানীর পল্লবী এলাকা থেকে গ্রেফতার করা ওই ব্যক্তির নাম বাঁধন হোসেন। জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার পূর্ব আমুট্টা গ্রামের জিল্লুর রহমানের ছেলে তিনি। গতকাল এসব তথ্য জানান এটিইউর এসপি (অপারেশনস্) মোহাম্মদ ছানোয়ার হোসেন। তিনি বলেন, সম্প্রতি ‘তাওহীদুল উলূহিয়্যাহ (আল-জিহাদী)’ নামক নতুন জঙ্গি সংগঠনটির প্রতিষ্ঠাতা জুয়েল মোল্লা, সক্রিয় সদস্য রাহুল, গাজিউল ইসলামকে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে নব সৃষ্ট সংগঠটির আটটি পতাকাসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়। এ বিষয়ে বাগেরহাটের রামপাল থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়।

 গ্রেফতার বাঁধন ওই মামলার এজহারনামীয় আসামি। সে তাওহীদুল উলূহিয়্যাহর সঙ্গে জড়িত থাকার বিষয়ে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। বাঁধনসহ অন্য আসামিরা নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আনসার আল ইসলাম’-এর সদস্য এবং একই মতাদর্শে বিশ্বাসী বেশ কিছু সদস্যদের নিয়ে নতুন জঙ্গি সংগঠন গঠন করেন। এই সংগঠনের সঙ্গে জড়িত অন্যদের ধরতে অভিযান চলছে।

সর্বশেষ খবর