সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

যশোরে বিএনপির তিন নেতার বাড়ির সামনে ককটেল বিস্ফোরণ ও গুলি

নিজস্ব প্রতিবেদক, যশোর

শনিবার মধ্যরাতে যশোর শহরে বিএনপির তিন নেতার বাড়ির সামনে কয়েকটি ককটেল বিস্ফোরণ ও কয়েক রাউন্ড গুলি বর্ষণের ঘটনা ঘটেছে। রাত ১২টার দিকে যশোর বিএনপির মিডিয়া সেলের হোয়াটসঅ্যাপ গ্রুপে বিষয়টি জানান বিএনপির কেন্দ্রীয় কমিটির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, শহরের ধর্মতলা এলাকায় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকনের বাড়ির সামনে ও শংকরপুর এলাকার সাবেক পৌর কাউন্সিলর জুলফিকার আলী জুলুর বাড়ির সামনে দুটি করে ককটেলের বিস্ফোরণ ঘটে। প্রায় একই সময়ে খড়কী এলাকায় স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক আলী হায়দার রানার বাড়ির পেছনে ৪/৫ রাউন্ড গুলি ছোড়ার শব্দ পাওয়া যায়। তবে এসব ঘটনায় জানমালের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। দেলোয়ার হোসেন খোকন বলেন, ঘটনার সময় তিনি বাড়িতেই ছিলেন। বাসার সামনে পরপর দুটি ককটেল বিস্ফোরণের শব্দে বাসার সবাই আতঙ্কিত হয়ে পড়ে। বাইরে বেরিয়ে দেখি মানুষজন দৌড়াদৌড়ি করছে। আশপাশের লোকজন বলেন যে, কয়েকটি মোটরসাইকেলে হেলমেট পরা কিছু লোক দুটি ককটেল নিক্ষেপ করে পালিয়ে গেছে।

অনিন্দ্য ইসলাম অমিত বলেন, বিএনপির এক দফার আন্দোলন ভিন্নখাতে নিতেই এ ধরনের ঘটনা ঘটানো হচ্ছে। বিষয়টি তিনি পুলিশকে অবহিত করেছেন। যশোর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) এ কে এম শফিকুল আলম বলেন, খবর পেয়ে পুলিশের মোবাইল টিম ঘটনাস্থল পরিদর্শন করে ককটেল বিস্ফোরণের আলামত সংগ্রহ করেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে তিনি জানান।

 

 

সর্বশেষ খবর