বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

রিজার্ভ কিছুটা কমেছে তবে শঙ্কার কিছু নেই : হানিফ

কুষ্টিয়া প্রতিনিধি

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ এমপি বলেছেন, ‘রিজার্ভ নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই। ২০০৯ সালের ৬ জানুয়ারি সরকার গঠন করে যাত্রা করেছিলাম। সে সময় বাংলাদেশের রিজার্ভ ছিল ১ বিলিয়ন ডলারের নিচে। সেই রিজার্ভ আমরা নিয়ে গিয়েছিলাম ৪০ বিলিয়ন ডলারের ওপরে।’ তিনি বলেন, এখন রিজার্ভ যা আছে তাতে শঙ্কার কিছু নেই। আইএমএফ ও বিশ্বব্যাংকের পর্যবেক্ষণ থেকে প্রত্যেকেই বলেছেন সংকট কাটিয়ে বাংলাদেশের রিজার্ভ যে পর্যায়ে আছে তাতে এখন পর্যন্ত স্বস্তিদায়ক অবস্থায় আছে, এটি নিয়ে খুব উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।’ গতকাল সকালে কুষ্টিয়া মেডিকেল কলেজ প্রতিষ্ঠার ১২তম দিবসের অনুষ্ঠানে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। এ সময় সেখানে জেলা আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দ ও মেডিকেল কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। হানিফ বলেন, ‘দুই বছর করোনাকালীন মহাদুর্যোগ এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে যেখানে সারা বিশ্বে অর্থনৈতিক মন্দা যাচ্ছে, যার কিছুটা প্রভাব বাংলাদেশের ওপরেও আছে।

সংকট কাটাতে আমাদের অনেক বিনিয়োগ করতে হয়েছে, আমদানি করতে হয়েছে। এতে রিজার্ভ কিছুটা কমেছে।’

এক প্রশ্নেরে উত্তরে হানিফ বলেন, ‘বৈদেশিক ঋণ বিষয়ে পৃথিবীর আরও অনেক দেশের তুলনায় বাংলাদেশের অবস্থান ভালো। ঋণ পরিশোধে বাংলাদেশ আজ পর্যন্ত ঋণের যে পে-ব্যাক তাতে কখনো খেলাপি হয়নি।’

সর্বশেষ খবর