বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

সহিংস রাজনৈতিক কর্মসূচি পরিহারের আহ্বান

নিজস্ব প্রতিবেদক

হরতাল-অবরোধের মতো সহিংস কর্মসূচি পরিহারের আহ্বান জানিয়েছেন প্রগতিশীল ইসলামী জোটের চেয়ারম্যান এম এ আউয়াল। তিনি বলেন, আগামী দিনের বিরোধী রাজনৈতিক দলগুলোর কর্মসূচি ঘিরে জনমনে আতঙ্ক বিরাজ করছে। অতীতের মতো সহিংস পরিস্থিতি আসলে দেশের উন্নয়ন বাধাগ্রস্ত হবে। গতকাল রাজধানীর কলাবাগানে সংগঠনের কার্যালয়ে ‘ধ্বংসাত্মক রাজনৈতিক কর্মসূচি : দেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব’ শীর্ষক  আলোচনা সভায় এ কথা বলেন সাবেক এই সংসদ সদস্য।

এম এ আউয়াল আরও বলেন, সহিংস রাজনৈতিক কর্মসূচিতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয় পরিবহন, উৎপাদন এবং পর্যটন খাত। কাঁচামাল সরবরাহ বাধাগ্রস্ত হওয়ায় উৎপাদন কর্মকান্ড ব্যাহত হয়। পণ্য সরবরাহ ব্যাহত হওয়ায় কৃষি খাতেও বিরূপ প্রভাব পড়ে। অর্থনৈতিক কর্মকান্ডে বিরূপ প্রভাব বিবেচনায় নিয়ে রাজনৈতিক দলগুলোকে শান্তিপূর্ণ কর্মসূচি দিতে হবে। তিনি বলেন, আমরা বাংলাদেশকে এগিয়ে নিতে চাই। কিন্তু অস্থিতিশীল পরিস্থিতিতে তা কখনোই সম্ভব নয়। অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতির কারণে পোশাকসহ নানান খাত দীর্ঘ মেয়াদে ক্ষতিগ্রস্ত হবে। এ সময় আরও বক্তব্য রাখেন জোটের শীর্ষ নেতা মো. নূরুল ইসলাম খান, শামসুল আলম চৌধুরী সুরমা, আতাউল্লাহ খান, খন্দকার এনামুল নাছির, সুলতান জিসান হামিদ প্রমুখ।

সর্বশেষ খবর