শনিবার, ২১ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

শিমুল মুস্তাফার আবৃত্তিতে বিমোহিত আবৃত্তিপ্রেমীরা

সাংস্কৃতিক প্রতিবেদক

আবৃত্তির দৃপ্ত উচ্চারণে মিলনায়তনে মুগ্ধতার রেশ ছড়ালেন শিমুল মুস্তাফা। শব্দের পর শব্দের শৈল্পিক উচ্চারণে তিনি বিমোহিত করেন শ্রোতাদের। প্রতিটি পরিবেশনার পর শ্রোতাদের মুহুর্মুহু করতালি বরেণ্য এই বাচিকশিল্পীকে সিক্ত করে ভালোবাসায়। শরতের সন্ধ্যায় এমনই ছিল ‘যন্ত্রণার মেঘ বৃষ্টি ঝড়’ শিরোনামের আবৃত্তির আসরে।

গতকাল রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে বৈকুণ্ঠ আবৃত্তি একাডেমি।

অনুষ্ঠানের শুরুতেই বৈকুণ্ঠের প্রয়াত সদস্য কাজী এনামুল হক, প্রয়াত মুক্তিযোদ্ধা মহিবুল ইসলাম ইদু এবং সদ্যপ্রয়াত কবি আসাদ চৌধুরীর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। এরপর জাতীয় সংগীত পরিবেশন করেন বৈকুণ্ঠের বাচিকশিল্পীরা। গত এক বছরে আবৃত্তি অঙ্গনের প্রয়াতদের স্মরণ করে শিমুল মুস্তাফা আবৃত্তি করেন মুক্তিযুদ্ধ, দ্রোহ, প্রেমসহ বিভিন্ন বিষয়ের কবিতা। এর আগে শিমুল মুস্তাফা বলেন, কবিতা মানুষের কথা বলে, প্রকৃতির কথা বলে, মানবতার কথা বলে, শ্রেণিসংগ্রামের কথা বলে। সেই কবিতাগুলোকে মানুষের হৃদয়ে-মননে পৌঁছে দেওয়ার প্রচেষ্টাই আবৃত্তি। তাইতো ৪২ বছর ধরে এ কাজটি আমি করে চলেছি। আমি বিশ্বাস করি আবৃত্তি একটা শিল্প। আমি কবিতা উপলব্ধি করি এবং তা ভালোবেসেই পড়ি।

সর্বশেষ খবর