মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

২৮ অক্টোবর রাজনৈতিক কর্মসূচি প্রত্যাহারের অনুরোধ বৌদ্ধ সমাজের

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ‘শুভ প্রবারণা পূর্ণিমা’ ২৮ অক্টোবর। বাংলাদেশ সম্মিলিত বৌদ্ধ সমাজের পক্ষ থেকে এদিন বড় দুই দলের রাজনৈতিক কর্মসূচি প্রত্যাহারের অনুরোধ জানানো হয়েছে। গতকাল সকালে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ সম্মিলিত বৌদ্ধ সমাজ আয়োজিত সংবাদ সম্মেলনে এই অনুরোধ জানানো হয়। সংবাদ সম্মেলনে বলা হয়, ২৮ অক্টোবর বিশ্ব বৌদ্ধ সম্প্রদায়ের উদ্যোগে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় ও সামাজিক-সাংস্কৃতিক আনুষ্ঠানিকতায় শুভ প্রবারণা পূর্ণিমা উদযাপিত হবে। কিছু রাজনৈতিক দল হয়ত অনিচ্ছাকৃত ও অসাবধানতাবশত উক্ত দিবসে কর্মসূচি প্রদান করেছেন। ইতোমধ্যে এই কর্মসূচি নিয়ে চলছে নানা মাত্রিক প্রচারণা। যা সাধারণ বৌদ্ধ জনগোষ্ঠীর মনে ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণের ক্ষেত্রে ভীতির সঞ্চার হয়েছে, তারা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন। যে কারণে এই পবিত্র পূর্ণিমা দিবসে ধর্মপ্রাণ বৌদ্ধ জনগোষ্ঠী নির্বিঘ্নে যাতায়াতের ক্ষেত্রে শঙ্কিত হয়ে পড়েছেন। এমতাবস্থায় আমরা দেশের রাজনৈতিক প্রাজ্ঞ নেতারা আন্তরিক শুভ দৃষ্টি কামনা করছি। সংবাদ সম্মেলনে আরও বলা হয়, পবিত্র প্রবারণা পূর্ণিমার একটি বিশেষ সংস্কৃতি বা আচার অনুষ্ঠান আছে, যা বৌদ্ধ সম্প্রদায় ছাড়াও আমাদের ভ্রাতৃপ্রতিম ইসলাম, হিন্দু, খ্রিস্টান সম্প্রদায়সহ অন্যান্য জাতি-গোষ্ঠীকেও আকর্ষণ করে।

তা হলো বৌদ্ধদের ঐতিহ্যবাহী ‘ফানুস উত্তোলন উৎসব’। এ ফানুস উত্তোলনে ধর্মীয় দিক ছাড়া সর্বজনীন মানবিক আনন্দের ঐতিহ্য রয়েছে। যে কারণে এটিকে বাঙালির সামাজিক উৎসবও বলা হয়। তাই আমাদের প্রত্যাশা, আগামী ২৮ অক্টোবর দেশের বৌদ্ধ সম্প্রদায়ের ধর্মীয় তিথির গুরুত্বের কথা বিবেচনা করে এবং বাংলাদেশের অসাম্প্রদায়িক মূল্যবোধের চেতনাকে উজ্জীবিত রাখার প্রত্যয়ে এদেশের প্রাজ্ঞ রাজনৈতিক নেতারা ‘বাংলাদেশের সম্মিলিত বৌদ্ধ সমাজ’-এর এই আবেদন গভীর আন্তরিকতার সঙ্গে গ্রহণ করবেন। তারই আলোকে সব রাজনৈতিক কর্মসূচি জনস্বার্থে প্রত্যাহার করে বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক ইতিহাসে সম্প্রীতি ও সহমর্মিতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করে দেশের বৌদ্ধ সম্প্রদায়কে আপনাদের কৃতজ্ঞতার পাশে আবদ্ধ করবেন। এ সময় উপস্থিত ছিলেন আন্তর্জাতিক বৌদ্ধবিহার  বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের সভাপতি প্রকৌশলী দিব্যেন্দু বিকাশ চৌধুরী বড়ুয়া, বাংলাদেশ সম্মিলিত বৌদ্ধ সমাজের যুগ্ম মহাসচিব ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সুমন কান্তি বড়ুয়া, বাড্ডা বৌদ্ধ বিহারের অধ্যক্ষ শ্রীমৎ ধর্মমিত্র মহাথের, প্রবারণা পূর্ণিমা উদযাপন পরিষদের মহাসচিব ও কুশলী মিহির বড়ুয়াসহ অন্য সদস্যরা।

 

 

 

সর্বশেষ খবর