মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা
বাংলাদেশ স্বতন্ত্র প্রার্থী ঐক্যপরিষদ

কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ স্বতন্ত্র প্রার্থী ঐক্য পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রাজধানীর বিজয় সরণির তেজকুনিপাড়ায় পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। লিখিত বক্তব্যে পরিষদ চেয়ারম্যান মো. আবদুর রহিম অভিযোগ করেন, শনিবার আনুমানিক সন্ধ্যা সাড়ে ৭টায় ২৫-৩০ জন আওয়ামী লীগ সদস্য ঐক্যপরিষদের মিটিং চলাকালে কেন্দ্রীয় কার্যালয়ে হামলা চালায়। সন্ত্রাসীরা অফিস ভাঙচুর করে এবং অনেককে মারধর করে। এতে অনেকে আহত হন। তিনি বলেন, মানুষের অধিকার ও মুক্তিযুদ্ধের স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ স্বতন্ত্র প্রার্থী ঐক্যপরিষদ ২০১৮ সালে প্রতিষ্ঠিত হয়। সারা দেশ থেকে সৎ ও ভালোমানুষ যারা সংসদ নির্বাচনসহ বিভিন্ন পর্যায়ের নির্বাচনে অংশগ্রহণ করছে বা করবে তাদের পাশে থাকাই ঐক্যপরিষদের মূল লক্ষ্য। আগামী সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ৩০০ আসনে সৎ ও যোগ্য প্রার্থী নির্বাচিত হয়ে সুশাসন ও মানবিক বাংলাদেশ গড়তে সক্ষম হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

 

 

সর্বশেষ খবর