রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

বিএনপি-জামায়াত আগুন সন্ত্রাসের পথেই আছে : জাসদ

নিজস্ব প্রতিবেদক

জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সভাপতি হাসানুল হক ইনু এমপি ও সাধারণ সম্পাদক শিরিন আখতার এমপি এক বিবৃতিতে বলেছেন, বিএনপি-জামায়াত ও তাদের রাজনৈতিক অংশীদাররা ২০০৮ সালের নির্বাচনের পর থেকেই স্বাভাবিক সাংবিধানিক গণতান্ত্রিক রাজনৈতিক পথ পরিত্যাগ করেছে। দেশে-বিদেশের সবার পরামর্শের পরও তারা স্বাভাবিক গণতান্ত্রিক রাজনীতিতে ফিরে আসেনি। তারা আগুনসন্ত্রাসের পথেই আছে। আর রাজনৈতিকভাবেই এই আগুনসন্ত্রাসীদের প্রতিহত করা হবে।

গতকাল গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, নিরপেক্ষ নির্বাচন নয়, বিএনপি-জামায়াত ও তাদের রাজনৈতিক অংশীদারদের আসল উদ্দেশ্য সন্ত্রাস-সহিংসতা-নাশকতার পথে অস্বাভাবিক পরিস্থিতি তৈরি করে অসাংবিধানিক সরকার আনা। নাশকতার সব প্রস্তুতি নিয়েই গতকাল শান্তিপূর্ণ সমাবেশের ডাক দিয়েছিল তারা। শান্তিপূর্ণ সমাবেশের নামে দায়িত্ব পালনরত পুলিশের ওপর হামলা, একজন পুলিশ সদস্যকে হত্যা, অসংখ্য পুলিশ সদস্যকে আহত করা, পুলিশ হাসপাতালে অগ্নিসংযোগ, প্রধান বিচারপতির বাসভবনে হামলা চরম নিন্দনীয় ঘটনা। বিএনপি-জামায়াতের হত্যা-খুন-আগুনসন্ত্রাসের প্রতিবাদে গতকাল সন্ধ্যায় রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউ থেকে বিক্ষোভ মিছিল বের করে দলটি। মিছিলটি পল্টন, প্রেস ক্লাব, তোপখানা রোড প্রদক্ষিণ করে।

সর্বশেষ খবর