শিরোনাম
রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

হরতালে বাস চালাবে মালিক-শ্রমিকরা

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর নয়াপল্টনে অনুষ্ঠিত গতকালের মহাসমাবেশ থেকে রবিবার সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে বিএনপি। তাদের ডাকা এ হরতালে গণপরিবহন চালানোর ঘোষণা দিয়েছে ঢাকা বাস মালিক সমিতি। গতকাল গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন মালিক সমিতির দফতর সম্পাদক সামদানি খন্দকার। বিজ্ঞপ্তিতে বলা হয়, সমাবেশের নামে বিশৃঙ্খলাকারী বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতালের বিষয়ে সমিতির ঊর্ধ্বতন কর্মকর্তা, ঢাকার পরিবহন কোম্পানি, রুট মালিক সমিতি এবং শ্রমিক নেতাদের সঙ্গে তাৎক্ষণিক আলোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী হরতালের দিন ঢাকা শহর ও শহরতলি এবং আন্তজেলা রুটে বাস-মিনিবাস চলাচল করবে। যাত্রী পাওয়া সাপেক্ষে আন্তজেলা রুটে বাস চলাচল করবে বলেও জানানো হয়। এ হরতালের দিন গাড়ি চলাচল যাতে বাধাগ্রস্ত না হয় সেজন্য শহরের গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা জোরদার করতে পুলিশ প্রশাসনকে অনুরোধ জানানো হয়।

সর্বশেষ খবর