মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

আবারও পিআইবির চেয়ারম্যান ডেইলি সানের এনামুল হক চৌধুরী

নিজস্ব প্রতিবেদক

প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআইবি) পরিচালনা বোর্ডের আবারও চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন ডেইলি সানের প্রধান সম্পাদক এনামুল হক চৌধুরী। এর আগেও তিনি ২০২১ সালের জুন মাসে চেয়ারম্যান নিযুক্ত হন। রবিবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপ-সচিব ড. ভেনিসা রড্রিক্স স্বাক্ষরিত এ প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, এই পরিচালনা বোর্ড পরবর্তী দুই বছরের জন্য কার্যকর থাকবে। এই বোর্ডে পিআইবির মহাপরিচালক জাফর ওয়াজেদ সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন।

এ ছাড়া পুনরায় পিআইবির পরিচালনা বোর্ডের সদস্য নিযুক্ত হয়েছেন জাতীয় প্রেস ক্লাব সভাপতি ফরিদা ইয়াসমিন, প্রতিদিনের বাংলাদেশ সম্পাদক মুস্তাফিজ শফি, ডিবিসির প্রধান সম্পাদক এম মনজুরুল ইসলাম, দেশ বর্তমানের নাসিরুদ্দিন চৌধুরী ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব দীপ আজাদ। এ ছাড়া রয়েছেন সুপ্রভাত বাংলাদেশ সম্পাদক রুশো মাহমুদ, ইত্তেফাকের প্রকাশক তারিন হোসেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিনিধি, জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিনিধি, অর্থ বিভাগের প্রতিনিধি, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের প্রতিনিধি, তথ্য অধিদফতরের প্রধান তথ্য কর্মকর্তা, ইস্টওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন স্টাডিজ বিভাগের প্রধান ড. দিলারা বেগম।

সর্বশেষ খবর