বুধবার, ১ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

জেএসডি পাঁচ দফা দাবি তুলেছে

নিজস্ব প্রতিবেদক

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মুক্তিসহ পাঁচ দফা দাবি তুলেছে জেএসডি। গতকাল এক বিবৃতিতে দলের সভাপতি আ স ম আবদুর রব ও সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন এ দাবি জানান।

বিবৃতিতে তারা বলেছেন, রাষ্ট্র ক্ষমতাকে কুক্ষিগত রাখার অপকৌশল হিসেবে প্রচ- বল প্রয়োগের মাধ্যমে রাজনীতির পরিসরকে রুদ্ধ করে সরকার জাতীয় রাজনীতিকে সহিংসতার পথে ঠেলে দিচ্ছে।

সরকার পতনের এক দফা আন্দোলনের নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেফতারের মধ্য দিয়ে সরকার রাজনীতিকে দৃশ্য থেকে অপসারিত করে সংঘাতের উসকানি দিয়ে রাষ্ট্রীয় রাজনীতির বিদ্যমান সংকটকে আরও ঘনীভূত করছে। পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে : মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সব রাজবন্দির মুক্তি ও গায়েবি মামলা প্রত্যাহার এবং নির্বিচারে গ্রেফতার বন্ধ করা। বর্তমান সংসদ ভেঙে দিয়ে সরকারের পদত্যাগ ও অন্তর্বর্তীকালীন ‘জাতীয় সরকার’ গঠন এবং অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন।

সর্বশেষ খবর