সোমবার, ৬ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

দুর্নীতিবিরোধী মিছিল থেকে মমতারূপী নারী গ্রেফতার

কলকাতা প্রতিনিধি

বিজেপির দুর্র্নীতিবিরোধী মিছিলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেজে কদর্য প্রতিবাদের অভিযোগে এক নারীকে আটক করা হয়েছে। মমতারূপী এই নারীর গলায় ঝোলানো প্ল্যাকার্ডে লেখা ছিল ‘ডাকাতরানী’। এই সাজ এবং স্লোগানকে পুলিশ ‘কদর্য’ হিসেবে উল্লেখ করেছে।

গত শনিবার বিকালে পশ্চিম মেদিনীপুর জেলা শহরে খড়গপুরের বিজেপি সংসদ সদস্য দিলীপ ঘোষের নেতৃত্বে ‘চোর ধরো জেল ভরো’ শীর্ষক এই মিছিলের আয়োজন করা হয়। তাতে যোগ দিয়েছিলেন কয়েক শ বিজেপি কর্মী-সমর্থক। মিছিলের সামনের সারিতে মমতা ব্যানার্জি সেজেছিলেন এক নারী বিজেপি কর্মী। তার গলায় ঝুলানো ছিল ‘ডাকাতরানী’ লেখা প্ল্যাকার্ড। মমতার পাশাপাশি হাঁটতে দেখা গেছে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত কারাবন্দি রাজ্যটির সাবেক শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি, সাবেক খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, বীরভূম জেলার সভাপতি অনুব্রত মন্ডলের মতো তৃণমূল কংগ্রেস নেতাদের মুখোশ পরিহিত বিজেপি কর্মীদের। মমতাসহ বাকি নেতারা একে অপরের হাত ধরে সামনের দিকে হেঁটেছেন। অন্যদিকে জ্যোতিপ্রিয় মল্লিকের বুকে লেখা ছিল ‘আমি খাদ্য চোর’ কোমরে ছিল দড়ি বাঁধা, আর তা ধরে রেখেছিলেন ইডির কর্মকর্তা। এভাবে মেদিনীপুর শহরের রাস্তায় ঘুরিয়ে দুর্নীতিবিরোধী কটাক্ষ প্রতিবাদ করা হয়। আর তা করতে গিয়ে মমতা ব্যানার্জির মুখোশ পরে হাঁটা মমতারূপী নারীকে আটক করে কোতোয়ালি থানার পুলিশ। পুলিশের বক্তব্য, প্রতিবাদ কর্মসূচি কদর্য মনে হওয়ায় মিছিল থেকে তাকে আটক করা হয়েছে।

সর্বশেষ খবর