বুধবার, ৮ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা
৭ নভেম্বর অভ্যুত্থান দিবসে হাসানুল হক ইনু

সিপাহি-জনতার অভ্যুত্থানকে অমর্যাদাকারীরা অবৈধ দখলদারপন্থি

নিজস্ব প্রতিবেদক

জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপি বলেছেন, ৭ নভেম্বর ঐতিহাসিক সিপাহি-জনতার অভ্যুত্থানকে অমর্যাদাকারীরা অবৈধ দখলদারপন্থি। গতকাল রাজধানীর শহীদ কর্নেল তাহের মিলনায়তনে ঐতিহাসিক সিপাহি-জনতার অভ্যুত্থান স্মরণে জাসদ ঢাকা মহানগরের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন। ঢাকা মহানগর জাসদের সমন্বয়ক মীর হোসাইন আখতারের সভাপতিত্বে এবং জাসদের যুগ্মসাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকন ও দফতর সম্পাদক সাজ্জাদ হোসেনের পরিচালনায় হাসানুল হক ইনু বলেন, ৭ নভেম্বর কখনোই ‘বিপ্লব ও সংহতি দিবস’ বা ‘মুক্তিযোদ্ধা হত্যা’ দিবস ছিল না। সিপাহি-জনতার অভ্যুত্থান ছিল ১৫ আগস্ট ও ৩ নভেম্বরের অবৈধ ক্ষমতা দখলকারী সামরিক অফিসারদের সামরিক শাসন থেকে উচ্ছেদ করার মহান প্রচেষ্টা। সিপাহি-জনতার অভ্যুত্থান সংঘটিত হয়েছে সুমহান মুক্তিযুদ্ধের হৃৎচেতনা পুনরুদ্ধারের প্রয়াসে।

৭ নভেম্বর শহীদ কর্নেল আবু তাহের বীর উত্তমের নেতৃত্বে সিপাহি-জনতার অভ্যুত্থান ছিল ১৫ আগস্টের খুনি, ৩ নভেম্বরের জেল হত্যার খুনি, কতিপয় উচ্ছৃঙ্খল সামরিক অফিসারদের অবৈধ ক্ষমতা দখল ও সামরিক শাসনের বিরুদ্ধে। জিয়া অভ্যুত্থানের লক্ষ্যের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে দেশে সামরিক শাসনের ধারা অব্যাহত রেখে ইতিহাসে খলনায়কের স্থান দখল করেছে।

সর্বশেষ খবর