বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

তাদের ধ্বংসাত্মক কার্যক্রম অবসান হওয়া দরকার

-প্রগতিশীল ইসলামী জোট

নিজস্ব প্রতিবেদক

প্রগতিশীল ইসলামী জোটের চেয়ারম্যান এম এ আউয়াল বলেছেন, ভার্চুয়ালি কর্মসূচি ঘোষণা করা বিএনপি নেতাদের রাজপথে দেখা যায় না। জনগণকে জিম্মি করে, অর্থনীতি ধ্বংস করে, জীবনযাত্রা ব্যাহত করে বিএনপি জনগণের আস্থা অর্জন করতে পারবে না। হরতাল-অবরোধের নামে বিএনপি-জামায়াতের ধ্বংসাত্মক কার্যক্রম অবসান হওয়া দরকার। গতকাল রাজধানীর কলাবাগানে আয়োজিত সভায় এসব কথা বলেন সাবেক এ সংসদ সদস্য। ২৮ অক্টোবর থেকে ৬ নভেম্বর পর্যন্ত বিএনপি-জামায়াতের অবরোধ ও হরতালে দেশের অর্থনীতির আনুমানিক ৩.৫ বিলিয়ন মার্কিন ডলার ক্ষতি হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। এ সময় বাস এবং ট্রাক লক্ষ্য করে অন্তত ১১০টি অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

এম এ আউয়াল বলেন, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে ক্ষুদ্র ব্যবসায়ী, দিনমজুর এবং এসএমই খাত। সরবরাহ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে, যা আমদানিকারক এবং রপ্তানিকারক উভয়কেই ইতোমধ্যে সংকটজনক অর্থনৈতিক সময়ে ক্ষতিগ্রস্ত করছে। শিশু ও যুবকদের শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

সর্বশেষ খবর