শনিবার, ১১ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা
গাজায় ইসরায়েলি হামলা

নিউইয়র্কের সব শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস বর্জন প্রতিবাদ বিক্ষোভ

যুক্তরাষ্ট্র প্রতিনিধি

ফিলিস্তিনিদের পক্ষ নিয়ে নিউইয়র্ক সিটির সব শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা ক্লাস বর্জন করে রাজপথে প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ করেছেন। ৯ নভেম্বর এ কর্মসূচি পালন করা হয়।

ইসরায়েল-হামাসের মধ্যকার দ্বন্দ্ব-সংঘাতের পর এ সিটিতে প্রায় দিনই বিক্ষোভ-সমাবেশ হচ্ছে। তবে স্কুল বর্জনের পর রাজপথ থমকে দেওয়ার মতো পরিস্থিতি ৯ নভেম্বরই প্রথম ঘটেছে। সাম্প্রতিক সময়ে এত বেশি মানুষের বিক্ষোভ-মিছিল নিউইয়র্ক সিটিতে দেখা যায়নি বলে অনেকে মন্তব্য করছেন। বিক্ষোভের স্লোগান ছিল একটি, আর তা হচ্ছে- ‘অবিলম্বে ইসরায়েল-হামাসের মধ্যে যুদ্ধবিরতি চাই’, ‘ফিলিস্তিনিদের স্বাধীনতা স্বীকার করা হোক’, ‘গর্ভবতী মহিলা, শিশু এবং অসুস্থ মানুষ হত্যার হোলিখেলা বন্ধ করা হোক’। ম্যানহাটনের রাজপথে জড়ো হওয়ার আগে শিক্ষার্থীরা নিজ নিজ স্কুলের সামনে সমাবেশ করেন। তারা প্রেসিডেন্ট বাইডেন এবং কংগ্রেসের ভূমিকার সমালোচনা করেন। গাজায় অসহায় মানুষকে হত্যাযজ্ঞে নগদ অর্থ এবং সর্বাধুনিক যুদ্ধসামগ্রী ইসরায়েলকে প্রদানের সমালোচনাও ওঠে এসব সমাবেশ থেকে। এ অবস্থায় ম্যানহাটনের সবচেয়ে ব্যস্ততম রাস্তা প্রদক্ষিণকালে থমকে দাঁড়ায় গোটা জনজীবন। ট্রাফিক জ্যামে হিমশিম খেয়েছেন সংশ্লিষ্টরা।

সর্বশেষ খবর