রবিবার, ১২ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

আত্মপ্রকাশ করল সম্মিলিত মহাজোট

নিজস্ব প্রতিবেদক

দ্বাদশ সংসদ নির্বাচন সামনে রেখে আটটি রাজনৈতিক জোটের সমন্বয়ে ‘সম্মিলিত মহাজোট’ নামের নতুন একটি রাজনৈতিক জোটের আত্মপ্রকাশ করেছে। নতুন এই জোটের আহ্বায়ক হয়েছেন বাংলাদেশ কংগ্রেস ও জাতীয় জোটের চেয়ারম্যান কাজী রেজাউল হোসেন এবং সদস্য সচিব জাতীয় ইসলামী জোট ও জাতীয় ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান আবু নাছের ওয়াহেদ ফারুক। গতকাল জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এই জোটের আত্মপ্রকাশ হয়। এতে ঘোষণাপত্র পাঠ করেন আহ্বায়ক কাজী রেজাউল হোসেন। স্বাধীন জোটের চেয়ারম্যান ও সম্মিলিত মহাজোটের যুগ্ম আহ্বায়ক মীর্জা আজমের সঞ্চালনায় উপস্থিত ছিলেন মহাজোটের যুগ্ম আহবায়ক সম্মিলিত জাতীয় জোটের চেয়ারম্যান আবু আহাদ আল মামুন (দীপু মীর), গণতান্ত্রিক জোট বাংলাদেশের চেয়ারম্যান এস এম আশিক বিল্লাহ, ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্সের চেয়ারম্যান ফয়েজ হোসেন, পলিটিক্যাল পার্লামেন্ট অ্যালায়েন্সের চেয়ারম্যান প্রিন্সিপাল এম. আর করিম এবং বাংলাদেশ জাতীয় ইসলামী জোটের চেয়ারম্যান অধ্যক্ষ ডা. গোলাম মোর্শেদ হাওলাদার, জাতীয় জোটের মুখপাত্র অ্যাডভোকেট মো. ইয়ারুল ইসলাম প্রমুখ। সংবাদ সম্মেলনে আগামী নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে নির্বাচন কমিশনের কাছে পাঁচ দফা প্রস্তাব তুলে ধরে হয়।

সর্বশেষ খবর