শুক্রবার, ১৭ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

বিজ্ঞান ও ইঞ্জিনিয়ারিং খাতে নারীর অংশগ্রহণ বৃদ্ধিতে নেদারল্যান্ডসের সহযোগিতা

নিজস্ব প্রতিবেদক

বিজ্ঞান ও ইঞ্জিনিয়ারিং চাকরিতে নারীর অংশগ্রহণ আরও বৃদ্ধিতে সহায়তা করবে নেদারল্যান্ডস। এজন্য দেশের বিজনেস কনসালট্যান্ট প্রতিষ্ঠান লাইটক্যাসল পার্টনার্স ও শি-স্টেমভিত্তিক কনসোর্টিয়ামের সঙ্গে সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশে নেদারল্যান্ডস দূতাবাস। শি-স্টেম একটি ফ্ল্যাগশিপ প্রকল্প, যার মূল লক্ষ্য বিজ্ঞান ও ইঞ্জিনিয়ারিং-এ পড়াশোনা করা নারীদের চাকরির সুযোগ তৈরি করা এবং দক্ষতা উন্নয়নে কাজ করা। বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত এ চার বিষয়ে বিশেষ পড়াশোনা এবং দক্ষতা উন্নয়নের মাধ্যমে চাকরির সুযোগ ও প্রবেশগম্যতায় সহযোগিতা করবে শি-স্টেম কনসোর্টিয়াম।

প্রকল্পের মেয়াদ নির্ধারণ করা হয়েছে চলতি বছরের নভেম্বর থেকে ২০২৬ সালের এপ্রিল পর্যন্ত।

বুধবার বাংলাদেশে নেদারল্যান্ডস দূতাবাসের সঙ্গে পাঁচ সদস্যবিশিষ্ট এই কনসোর্টিয়াম চুক্তি স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে জানানো হয় বাংলাদেশের নারীরা কর্মক্ষেত্রে ভারত ও পাকিস্তানের চেয়ে এগিয়ে থাকলেও বিজ্ঞান ও ইঞ্জিনিয়ারিংভিত্তিক চাকরির ক্ষেত্রে সাফল্য অনেক কম।

সর্বশেষ খবর