রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

জাসদ থেকে ২১৩ জনের মনোনয়ন ফরম সংগ্রহ

নিজস্ব প্রতিবেদক

প্রথম দিনে সভাপতি এবং সাধারণ সম্পাদকসহ ২১৩ জন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এর মধ্যে কুষ্টিয়া-২ আসন থেকে দলের সভাপতি হাসানুল হক ইনু ও ফেনী-১ আসন থেকে সাধারণ সম্পাদক শিরীন আখতার মনোনয়ন ফরম সংগ্রহ করেন। গতকাল বিকাল ৩টায় রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় মনোনয়নপত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন দলের সভাপতি ও দলীয় মনোনয়ন বোর্ডের সভাপতি হাসানুল হক ইনু। তিনি বলেন, ‘যথাসময়ে দ্বাদশ জাতীয় সংসদের তফসিল ঘোষণার মধ্য দিয়ে দেশে রাজনৈতিক অনিশ্চয়তা সৃষ্টির অপরাজনীতির পথ রুদ্ধ হয়ে গেছে। সংবিধান সমুন্নত হয়েছে।’ তিনি জনগণের কাছে মাফ চেয়ে রাজনীতিতে ফিরে আসার জন্য বিএনপি এবং তাদের রাজনৈতিক সংগীদের প্রতি আহ্বান জানিয়েছেন।

সর্বশেষ খবর