বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

তৃণমূল বিএনপির প্রার্থী ঘোষণা আজ

নিজস্ব প্রতিবেদক

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনেই প্রার্থী চূড়ান্ত করেছে তৃণমূল বিএনপি। আজ বুধবার বিকাল পাঁচটায় সংবাদ সম্মেলন করে পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করবে দলটি। দলটি ৪৯৫টি মনোনয়ন ফরম বিক্রি করেছে বলে জানিয়েছেন মহাসচিব তৈমূর আলম খন্দকার। কিছু আসনে একাধিক প্রার্থী রাখা হয়েছে। জোটের প্রার্থিতাও হিসাবে রাখা হয়েছে। গতকাল রাতে রাজধানীর তোপখানা রোডে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান তিনি।

তৈমূর আলম খন্দকার জানান, তৃণমূল বিএনপি সোনালি আঁশ মার্কা নিয়ে নির্বাচন করবে। আরো কিছু দল জোটে যুক্ত হবে তৃণমূল বিএনপির নেতৃত্বে। তিনি নারায়ণগঞ্জ-১ আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এই আসনে তাকে আওয়ামী লীগের বর্তমান সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজীর সঙ্গে লড়তে হবে। তিনি বলেন, বিলাসবহুল প্রার্থী নয় পেশাজীবীদের অগ্রাধিকার দেয়া হয়েছে।

সর্বশেষ খবর