বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

চলন্ত ট্রেন থেকে খুলে গেল দুই বগি

ময়মনসিংহ প্রতিনিধি

চলন্ত অবস্থাতেই বিচ্ছিন্ন হয়ে গেল বিজয় এক্সপ্রেস ট্রেনের দুই বগি। আর সেই দুই বগি রেখেই ট্রেন পাড়ি দেয় প্রায় ২০ কিলোমিটার। পরের স্টেশন গৌরীপুর রেলওয়ে জংশনে এসে টনক নড়ে ট্রেনের লোকো মাস্টার ও ট্রেন পরিচালকের। পরে আবারও ট্রেনটি উল্টোপথে গিয়ে ওই দুই বগিকে যুক্ত করে নিয়ে আসে। বিজয় এক্সপ্রেস চট্টগ্রাম থেকে জামালপুরের উদ্দেশে যাচ্ছিল। সোমবার রাত পৌনে ১১টার দিকে ঈশ্বরগঞ্জ রেলওয়ে স্টেশনে ওই দুই বগি বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পরে রাত পৌনে ১টার দিকে জামালপুরের উদ্দেশে ট্রেনটি ছেড়ে যায়। ট্রেনের পরিচালক মোহাম্মদ আমিনুল ইসলাম জানান, রাতে ট্রেনটি জামালপুর-চট্টগ্রাম রেলপথের ঈশ্বরগঞ্জ স্টেশন অতিক্রম করার পর সবশেষ ১৬ ও ১৭ নম্বর বগির হুক খুলে বিচ্ছিন্ন হয়ে যায়। পরে গৌরীপুর স্টেশনের আউটার সিগন্যাল এলাকায় এসে বগি বিচ্ছিন্নের বিষয়টি টের পাওয়া যায়। তিনি জানান, পরে উল্টো পথে ট্রেন নিয়ে বিচ্ছিন্ন দুই বগি ট্রেনের সঙ্গে যুক্ত করে গৌরীপুর স্টেশনে এসে যাত্রাবিরতি করা হয়।

সর্বশেষ খবর