শিরোনাম
বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

কঠোর কর্মসূচির ঘোষণা বাম জোটের

নিজস্ব প্রতিবেদক

ঘোষিত তফসিল বহাল রাখলে কঠোর কর্মসূচির ঘোষণা দিয়ে বাম গণতান্ত্রিক জোটের নেতারা বলেছেন, ৩৩ বছর পার হলেও গণতন্ত্র প্রতিষ্ঠা করা যায়নি। সামরিক স্বৈরাচারের পতন হলেও স্বৈরাচারী ব্যবস্থা, বিধিবিধান এখনো বলবৎ আছে। লুণ্ঠিত হয়েছে দেশবাসীর ভোটাধিকার। ক্ষমতায় আজ নব্য স্বৈরাচার। তারা আবারও ক্ষমতায় থাকতে ‘আমি আর ডামি’র পাতানো নির্বাচনের ছক বাস্তবায়নের চেষ্টা করছে। গণতান্ত্রিক জনগণ এ ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। স্বৈরাচার পতন দিবস উপলক্ষে গতকাল পুরানা পল্টন মোড়ে বাম গণতান্ত্রিক জোট আয়োজিত সমাবেশে নেতারা এসব কথা বলেন। সমাবেশ থেকে নির্বাচনি তফসিল বাতিলের দাবিতে ১৩ ডিসেম্বর দেশব্যাপী বিক্ষোভ সমাবেশের কর্মসূচি ঘোষণা করা হয়। জোটের সমন্বয়ক ও বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)-এর সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, বাসদ (মার্কসবাদী) সমন্বয়ক মাসুদ রানা, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু প্রমুখ। সমাবেশ পরিচালনা করেন বাসদ নেতা খালেকুজ্জামান লিপন। নেতারা বলেন, নির্বাচন নিয়ে প্রতিদিন যে নাটক চলছে তা শাসকগোষ্ঠীর রাজনীতির দেউলিয়াত্বের বহিঃপ্রকাশ।

 এ অবস্থা থেকে দেশবাসীকে বাঁচাতে ঘোষিত নির্বাচন বর্জন ও রুখে দাঁড়াতে হবে। জনমত উপেক্ষা করে ঘোষিত তফসিল বহাল রাখলে আগামীতে নির্বাচন কমিশন ঘেরাওসহ কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

সর্বশেষ খবর