বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

মোবাইলে রেমিট্যান্স লেনদেনের সীমা দ্বিগুণ

নিজস্ব প্রতিবেদক

মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে রেমিট্যান্স লেনদেনের ক্যাশ-ইন সীমা বাড়িয়ে ২ লাখ ৫০ হাজার টাকা করেছে বাংলাদেশ ব্যাংক। গতকাল এ বিষয়ে একটি সার্কুলার জারি করে সব তফসিলি ব্যাংক ও মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস কোম্পানির এমডির কাছে পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক। গত মঙ্গলবার পর্যন্ত একটি এমএফএস অ্যাকাউন্টে সর্বোচ্চ ১ লাখ ২৫ হাজার টাকা পর্যন্ত রেমিট্যান্স পাঠানো যেত। এর মধ্যে বৈধ চ্যানেলের মাধ্যমে অর্থ পাঠানোয় সরকার প্রদত্ত ২ দশমিক ৫ শতাংশ প্রণোদনাও অন্তর্ভুক্ত ছিল। বর্তমান নিয়ম অনুযায়ী, একটি এমএফএস অ্যাকাউন্টে একবারে ৩ লাখ টাকা ব্যালেন্স থাকতে পারবে। কিন্তু, রেমিট্যান্স ট্রান্সফারের কারণে ব্যালেন্স ৩ লাখ টাকার বেশি হলে তা আবার ৩ লাখ টাকায় নেমে না আসা পর্যন্ত আর কোনো ক্যাশ-ইন বা অ্যাড মানি করা যাবে না। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, বাংলাদেশে এমএফএস ব্যবহারকারীর সংখ্যা ২১ কোটি        ৫০ লাখ।

সর্বশেষ খবর