শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

কামাল ইবনে ইউসুফের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ

কামাল ইবনে ইউসুফের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ

বিশিষ্ট রাজনীতিবিদ চৌধুরী কামাল ইবনে ইউসুফের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ। তিনি ১৯৪০ সালের ৩ মে ফরিদপুর জেলায় সম্ভ্রান্ত বাঙালি জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। কামাল ইবনে ইউসুফ ১৯৯১ সালে খালেদা জিয়া সরকারের স্বাস্থ্যমন্ত্রী, ২০০১ সালে খাদ্য, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। দিনটি উপলক্ষে চৌধুরী কামাল ইবনে ইউসুফ স্মৃতি পরিষদ ফরিদপুরের ময়েজ মঞ্জিল পারিবারিক কবরস্থানে শ্রদ্ধার্ঘ নিবেদন, ফাতিহা পাঠ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে এবং ফরিদপুরের মুসলিম মিশন এতিমখানায় দোয়া মাহফিলের আয়োজন করেছে। বিজ্ঞপ্তি

সর্বশেষ খবর