রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

গ্রহণযোগ্য নির্বাচনের দাবি জাতীয় জোটের

নিজস্ব প্রতিবেদক

সুষ্ঠু ও গ্রহণযোগ্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দাবি জানিয়েছেন সম্মিলিত জাতীয় জোটের মুখপাত্র শেখ মুস্তাফিজুর রহমান। যেসব প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন, তারা যেন প্রচারণায় সঠিকভাবে অংশ নিতে পারেন এবং লেভেল প্লেয়িং ফিল্ড থাকে সেদিকে নির্বাচন কমিশনকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। গতকাল রামপুরায় সংগঠনের কার্যালয়ে আয়োজিত সভায় তিনি এ কথা বলেন। শেখ মোস্তাফিজুর রহমান বলেন, তারা নিবন্ধিত দল গণফ্রন্টের মাছ প্রতীকে নির্বাচন করছেন। তিনি ঢাকা-১১ আসনে লড়ছেন। তার সংগঠন ক্ষুধা, দারিদ্র্য, দুর্নীতি, সন্ত্রাস, মাদক, চাঁদাবাজমুক্ত সমাজ গড়তে কাজ করছে।

তিনি বলেন, কালো টাকার মালিকরা যেন নির্বাচনে প্রভাব বিস্তার করতে না পারে সে জন্য ইসিকে কার্যকর উদ্যোগ নিতে হবে।

সর্বশেষ খবর