বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

৭ জানুয়ারি বাংলার মাটিতে নির্বাচন হবে না : ১২ দলীয় জোট

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ এলডিপির মহাসচিব ও ১২ দলীয় জোটের মুখপাত্র শাহাদাত হোসেন সেলিম বলেছেন, ৭ জানুয়ারি বাংলার মাটিতে নির্বাচন হবে না। গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে অবরোধের সমর্থনে ১২ দলীয় জোটের বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ কথা বলেন। মিছিলটি পল্টন-বিজয়নগর মোড় ঘুরে পুনরায় পল্টন মোড়ে এসে শেষ হয়। শাহাদাত হোসেন সেলিম বলেন, এ সরকারের জুলুম-অত্যাচারে জনগণের পিঠ দেয়ালে ঠেকে গেছে। দেশের জনগণ এ সরকারের পরিবর্তন চায়। গণতন্ত্র ও ভোটাধিকার ফেরত চায়। এখন আমাদের একমাত্র পথ এই সরকারের পতন নিশ্চিত করা। অন্যথায় দেশের পরিণতি খারাপের দিকে যাবে। জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপার সহ সভাপতি ও ১২ দলীয় জোটের প্রধান সমন্বয়ক রাশেদ প্রধান বলেন, দেশের সাধারণ মানুষের ওপর আওয়ামী লীগের নিদারুণ নিপীড়ন-নির্যাতন চালানো হচ্ছে। নিত্যপণ্যের চড়া মূল্যের পাশাপাশি পিঁয়াজের দাম দুই ঘণ্টার ব্যবধানে দ্বিগুণ হয়েছে। সমাবেশে আরও বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলামী বাংলাদেশের মহাসচিব মাওলানা মুফতি মহিউদ্দিন ইকরাম, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান লায়ন মো. ফারুক রহমান, বাংলাদেশ জাতীয় দলের ভাইস চেয়ারম্যান শামসুল আহাদ।

সর্বশেষ খবর