বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

ঢাবিতে ছাত্রলীগ-ছাত্র জোট সংঘর্ষ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে ছাত্রলীগের স্থাপন করা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিসংবলিত বিলবোর্ড ভাঙার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার প্রতিক্রিয়ায় বামপন্থি ছাত্র সংগঠনের মোর্চা গণতান্ত্রিক ছাত্র জোটের নেতা-কর্মীদের ওপর হামলা চালিয়েছে ছাত্রলীগ। গতকাল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঘটনাটি ঘটে। এতে জোটের অন্তত ১০-১২ জন নেতা-কর্মী আহত হয়েছেন বলে জানা গেছে। জানা যায়, খাগড়াছড়ির পানছড়িতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) চারজনকে গুলি করে হত্যার প্রতিবাদে সন্ধ্যায় মশাল মিছিল করে গণতান্ত্রিক ছাত্র জোট। টিএসসি থেকে মিছিল নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে শাহবাগ হয়ে আবার টিএসসিতে এসে সংক্ষিপ্ত সমাবেশ করার সময় ছাত্রলীগ হামলা চালায়। হামলার আগে জোটের কয়েকজন কর্মী ছাত্র ইউনিয়নের অর্থায়নে স্থাপিত রাজু ভাস্কর্য ঢেকে স্থাপন করা ‘মেট্রো ইজ ইন টিএসসি, থ্যাংক ইউ শেখ হাসিনা’ শীর্ষক বিলবোর্ডটি ভাঙচুর করে বলে প্রত্যক্ষদর্শীসূত্রে জানা যায়; যা জোটের কয়েকজন নেতাও স্বীকার করেছেন।

সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি সালমান সিদ্দিকী বলেন, ‘পাহাড়ে চারজন ছাত্রনেতাকে গুলি করে মেরে ফেলার প্রতিবাদে সন্ধ্যায় গণতান্ত্রিক ছাত্র জোটের পক্ষ থেকে টিএসসিতে মশাল মিছিল ছিল। টিএসসি থেকে আমাদের মশাল মিছিলটি শুরু করে ক্যাম্পাস প্রদক্ষিণ করে শাহবাগ হয়ে মিলন চত্বরে আমরা শেষ করার চিন্তা করি। কারণ রাজু ভাস্কর্যের সন্ত্রাসবিরোধী চেতনা শেখ হাসিনার ছবি দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। এজন্য আমরা প্রোগ্রামটা মিলন চত্বরেই করার সিদ্ধান্ত নিই।’

তিনি বলেন, ‘এরই মধ্যে ভাস্কর্যকে একদম ঢেকে দিয়ে এর সামনে দীর্ঘদিন ধরে শেখ হাসিনার বিলবোর্ড রাখাকে যারা রাজুর চেতনা ভূলুণ্ঠিত করা হচ্ছে বলে মনে করেছে, তাদের কিছু লোক গিয়ে ব্যানারটা ভাঙচুর করেছে হয়তো। কিন্তু ছাত্রলীগ মনে করেছে, এটা আমাদের মিছিল থেকেই হয়েছে। আসলে মিছিল থেকে কেউ এটা করেনি। এরপর তারা আমাদের ওপর হামলা করেছে। মশাল মিছিলে আমাদের যে বাঁশগুলো ছিল, সেগুলো তারা কেড়ে নিয়ে আমাদের নেতা-কর্মীদের ওপর আক্রমণ করেছে। তারা আমাদের ১০-১২ জনকে আহত করেছে। অনেকেই আঘাত পেয়েছে। তাদের কেউ কেউ হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই।’

হামলার বিষয়ে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত বলেন, ‘মেট্রোরেল স্টেশন উদ্বোধন উপলক্ষে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে লাগানো শেখ হাসিনার ছবিসংবলিত বিলবোর্ডটা বাম সংগঠনের নেতা-কর্মীরা ভেঙে ফেলেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের আবেগ-অনুভূতির নাম হলো শেখ হাসিনা। স্টেশন উদ্বোধন উপলক্ষে শিক্ষার্থীরা আনন্দে একটা ছবি বা বিলবোর্ড লাগিয়েছে, যেটা আগামীকাল উদ্বোধন হলেই সরিয়ে ফেলা হবে, আজকে তাদের প্রোগ্রাম শেষে সেটা ভাঙচুর করেছে।’ তিনি বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ওদের যে এ পর্যন্ত বাঁচিয়ে রেখেছে, এটাই তো অনেক কিছু। তারা অফিসিয়ালি যদি ক্ষমা না চায়, আমাদের শিক্ষার্থীরা অলরেডি রাস্তায় নেমে এসেছে, রাজপথে নেমে এসেছে, পরবর্তীতে কোনো ঘটনা ঘটলে আমরা সামাল দিতে পারব না। আমরা তাদের কাছে আহ্বান জানাচ্ছি, তারা খুব তাড়াতাড়ি অফিসিয়ালি ক্ষমা চাক। নইলে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা শেখ হাসিনার ছবি ভাঙার অপরাধে ওদের অবাঞ্ছিত ঘোষণা করবে।’

সর্বশেষ খবর