শিরোনাম
বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

তাঁদের আত্মত্যাগের লক্ষ্য এখনো বাস্তবায়ন হয়নি

-প্রগতিশীল ইসলামী জোট

নিজস্ব প্রতিবেদক

প্রগতিশীল ইসলামী জোটের চেয়ারম্যান এম এ আউয়াল বলেছেন, দুঃখজনক হলেও সত্য, যে লক্ষ্য ও উদ্দেশ্যে বুদ্ধিজীবীরা ১৯৭১ সালে আত্মত্যাগ করেছিলেন তা এখনো বাস্তবায়ন হয়নি। শহীদ বুদ্ধিজীবীদের রেখে যাওয়া আদর্শ ও পথ অনুসরণ করে একটি অসাম্প্রদায়িক ও মুক্তিযুদ্ধের চেতনাভিত্তিক সুখী-সমৃদ্ধ সোনার বাংলা গড়তে পারলেই তাঁদের আত্মত্যাগ সার্থক হবে। গতকাল রাজধানীর কলাবাগানে সংগঠনের কার্যালয়ে আয়োজিত এক সভায় এ কথা বলেন সাবেক এই সংসদ সদস্য। এম এ আউয়াল বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড বজায় রাখতে নির্বাচন কমিশনকে সতর্ক থাকতে হবে।

একটি চক্র নির্বাচন বানচালের ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। নির্বাচন ঘিরে কালো টাকার মালিকরা ইতোমধ্যে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের বিরুদ্ধে অপপ্রচার শুরু করেছে। তিনি বলেন, প্রগতিশীল ইসলামী জোটের প্রার্থীরা তৃণমূল বিএনপির সোনালি আঁশ প্রতীকে ভোট করছেন। তিনি জোটের মনোনীত প্রার্থীদের আচরণবিধির প্রতি লক্ষ্য রেখে কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন।

সর্বশেষ খবর