শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

মার্কিন ইতিহাসে সব থেকে বড় সামরিক বাজেট পাস

৮৮৬ বিলিয়ন ডলারের বাজেট। এটা কোনো দেশের বাজেট নয়। সামরিক বাজেট। হ্যাঁ মার্কিন যুক্তরাষ্ট্রের ২০২৪ সালের সামরিক বাজেট। হাউস ও সিনেটে পাস হয়েছে এ বাজেট। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ১ কোটি কোটি টাকা। আর এটা মার্কিন ইতিহাসের সব থেকে বড় সামরিক বাজেট। চলতি বছরের তুলনায় এ বছর বাজেট বেড়েছে ২৮ বিলিয়ন ডলার। এ বাজেটে ইউক্রেনের জন্য সহায়তা হিসেবে রাখা হয়েছে ৩০ কোটি ডলার। এখন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এ বাজেটে স্বাক্ষর করলেই তা আইনে পরিণত হবে। বৃহস্পতিবার এ নিয়ে মার্কিন কংগ্রেসে ভোট হয়। এতে এ বাজেটের পক্ষে ভোট দেন ৩১০ জন এবং বিরুদ্ধে ভোট দেন ১১৮ জন। এরপর সিনেটে এর পক্ষে ভোট পড়ে ৮৭টি এবং বিরুদ্ধে পড়ে ১৩টি। বাজেটে অস্ত্র কেনায় ব্যয় ধরা হয়েছে ১৬৮ বিলিয়ন ডলার। গবেষণায় ব্যয় হবে ১৪৫ বিলিয়ন ডলার এবং পরমাণু বোমার পেছনে ব্যয় হবে ৩২ বিলিয়ন ডলার।

সর্বশেষ খবর