রবিবার, ১৭ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

চিহ্নিত ছিনতাইকারী ডোম জসিমসহ গ্রেফতার ৩

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর চিহ্নিত ছিনতাইকারী জসিম ওরফে ডোম জসিমসহ (২৬) তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে তিনটি ছুরি জব্দ করা হয়। শুক্রবার রাতে তেজগাঁও কারওয়ান বাজার সিএ ভবনের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার অন্য দুজন হলেন- রাসেল ওরফে রিয়াজ (১৮) ও রাজীব (১৮)। গতকাল তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন জানান, তিনজনই ছিনতাইকারী। ডোম জসিম এ দলের প্রধান। জসিম একসময় ডোম হিসেবে কাজ করতেন। পরে তিনি পেশা ছেড়ে ছিনতাই শুরু করেন। প্রথমদিকে অন্যের হয়ে কাজ করলেও পরে তিনি নিজেই একটি দল করে ফেলেন।

 তিনি টোকাই, ভাসমান, মাদকসেবীদের দলে নেন। এরপর তাদের মাদক সেবনের টোপ দিয়ে ছিনতাইয়ে নিয়ে যান।

নগদ টাকা, মোবাইল কিংবা ব্যাগ ছিনতাই করে আনতে পারলেই গাঁজা কিংবা ইয়াবা দেন। এ প্রক্রিয়ায় তিনি দলে নেন রাসেল ও রাজীবকে। তারা তিনজন ব্যস্ত সড়কগুলোতে হাঁটাহাঁটি করেন। সিগন্যালে আটকে থাকা প্রাইভেট কার, বাসে বসে থাকা যাত্রীর মোবাইল, মানিব্যাগ টান দিয়ে নিয়ে যান তারা। ডোম জসিমের বিরুদ্ধে চারটি, রাসেল ওরফে রিয়াজের বিরুদ্ধে তিনটি এবং রাজীবের বিরুদ্ধে বিভিন্ন থানায় দুটি মামলা আছে।

সর্বশেষ খবর