রবিবার, ১৭ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

সিটি করপোরেশনের ট্রাকে আগুন

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর আগারগাঁওয়ে আইডিবি ভবনের কাছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) একটি ময়লাবাহী ট্রাকে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া শাখার কর্মকর্তা শাজাহান সিকদার জানান, গতকাল রাত ১০টায় তাদের নিয়ন্ত্রণ কক্ষে আগুন লাগার খবর পাওয়া যায়। পরে মোহাম্মদপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ট্রাকটিতে কীভাবে ও কারা আগুন দিয়েছে প্রাথমিকভাবে তা জানাতে পারেনি পুলিশ। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) রুবাইয়াত জামান বলেন, ট্রাকটির নম্বর প্লেট বোঝা যাচ্ছে না। গাড়িটি কোন সিটি করপোরেশনের এখনো পর্যন্ত আমরা তা নিশ্চিত হতে পারিনি।  এর আগে রাত সাড়ে ৮টায় মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকায় একটি তিন তলা ভবনের নিচতলার একটি দোকানে অগ্নিকান্ড ঘটে। আগুনের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানান ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার রাকিব হাসান। প্রাথমিকভাবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

সর্বশেষ খবর