সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

বিজয়ের মাসে শিল্পকলা একাডেমির আয়োজন

সাংস্কৃতিক প্রতিবেদক

বিজয়ের মাস উদযাপনে শিল্পকলা একাডেমিতে শুরু হলো ‘গণজাগরণের সাংস্কৃতিক উৎসব’। গতকাল সন্ধ্যায় একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে শুরু হয় নয় দিনের এই উৎসব। এতে প্রধান অতিথি ছিলেন একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। এ ছাড়াও বক্তব্য রাখেন একাডেমির সচিব সালাহউদ্দিন আহাম্মদ। আলোচনা পর্ব শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের শুরুতেই সমবেত নৃত্য পরিবেশন করে নৃত্যনন্দন (নৃত্য পরিচালক শর্মিলা বন্দোপাধ্যায়) ‘আনন্দ ধ্বনি জাগাও’। পরে সমবেত নৃত্য পরিবেশন করেন তুরঙ্গমী (নৃত্য পরিচালক পূজা সেনগুপ্ত) ‘নন্দিনী’; সমবেত নৃত্য পরিবেশন করে সৃষ্টি কালচারাল সেন্টার (নৃত্য পরিচালক আনিসুর ইসলাম হীরা) ‘বাংলাতে হয় সূর্যোদয়’; সমবেত নৃত্য পরিবেশন করে (নৃত্যনন্দন পরিচালক শর্মিলী বন্দোপাধ্যায়) ‘পূর্ব দিগন্তে সূর্য উঠেছে’; সমবেত নৃত্য পরিবেশন করে সৃষ্টি কালচারাল সেন্টার (নৃত্য পরিচালক আনিসুর ইসলাম হীরা) ‘বঙ্গবন্ধু মানেই শক্তি’; সমবেত নৃত্য পরিবেশন করে নৃত্যদল তুরঙ্গমী (নৃত্য পরিচালক পূজা সেনগুপ্ত) ‘বাংলাদেশের মাটি’ এবং সমবেত নৃত্য পরিবেশন করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির শিশু নৃত্য শিল্পীরা-‘মনে রং লেগেছে’।

এরপর একক সংগীত পরিবেশন করেন প্রিয়াঙ্কা বিশ্বাস ‘দেশাত্মবোধক মৌলিক গান’; একক সংগীত পরিবেশন করেন মনির বাউল ‘ওহো সাধে কি আর বাংলা মাগো’; সমবেত সংগীত পরিবেশন করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির শিশু শিল্পীরা ‘ধন্য মুজিব ধন্য’; দ্বৈত সংগীত পরিবেশন করেন মো. সোহানুর রহমান ও রোকসানা আক্তার ‘এই বুকে বহে যমুনা’ এবং জাপানি শিল্পীদের পরিবেশনায় সমবেত সংগীত পরিবেশিত হয়। আবৃত্তি পাঠ করেন কল্লোল ও কাজী বুশরা আহমেদ তিথি। এ ছাড়াও তারকা শিল্পী হিসেবে পরিবেশনায় যুক্ত হোন আহসান হাবীব নাসিম এবং স্বাগতা। ২৫ ডিসেম্বর শেষ হবে নয় দিনের এই উৎসব।

 

সর্বশেষ খবর