মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

জাপার সঙ্গে আসন সমঝোতা নির্বাচনি কৌশল : কাদের

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি নির্বাচনে না আসায় আমাদের নির্বাচনি কৌশলে পরিবর্তন আনতে হয়েছে। কারও সঙ্গে জোট করার প্রয়োজনীয়তা ছিল না। নতুন কৌশলের অংশ হিসেবে জাতীয় পার্টির সঙ্গে ২৬টি আসন সমন্বয় করে নৌকার প্রার্থী প্রত্যাহার করা হয়েছে। গতকাল ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ২০ ডিসেম্বর সিলেটে জনসভার মধ্য দিয়ে দলীয় সভানেত্রীর নির্বাচনি প্রচার-প্রচারণা শুরু হবে। এরপর ২৭ ডিসেম্বর সভানেত্রী জাতির সামনে নির্বাচনি ইশতেহার ঘোষণা করবেন। সংসদ ভেঙে নির্বাচন দিতে দেশের ৪০ নাগরিকের বিবৃতি প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি যখন নির্বাচনে অংশ নিচ্ছিল না তখন তাদের উচিত ছিল বিবৃতি দেওয়া। যেসব বুদ্ধিজীবী আজকে জ্বালাও-পোড়াও, হরতাল-অবরোধ সমর্থন করছেন তারা আসলে বিএনপির দালাল। ‘নির্বাচনে আনতে বিএনপি নেতাদের মুক্তির প্রস্তাব বিষয়ে’ কৃষিমন্ত্রী আবদুর রাজ্জাক যে বক্তব্য দিয়েছেন সেটা তার ‘ব্যক্তিগত’ বলে মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

সর্বশেষ খবর